মাঠে-ময়দানে
ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ড মেসি

#ঝিনাইদহের চোখঃ
ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতলেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতে নেন তিনি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে মোনাকোতে ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এই সম্মাননা পান বার্সেলোনা অধিনায়ক।
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে ১০ ম্যাচে সর্বোচ্চ ১২টি গোল করেন মেসি। নিজ দল বার্সাকে সেমিফাইনাল পর্যন্ত প্রায় একাই টেনে নেন তিনি। শেষ চারে লিভারপুলের বিপক্ষে তার ফ্রি-কিকের একটি গোল ছিল অসাধারণ।
উল্লেখ্য, ২০০৮-০৯ মৌসুমের পর দ্বিতীয়বার ইউরোপ সেরা ফরোয়ার্ড হলেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল গঞ্জালেস এই পুরস্কারটি সর্বোচ্চ তিনবার করে জিতেছেন।