ঝিনাইদহ সদর

ঝিনাইদহের শিক্ষিত বেকার তৌফিকের সাফল্যের গল্প

#গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার শিক্ষিত বেকার যুবক তৌফিকুর রহমান পোল্ট্রী খামার করে সাবলম্বি।

জানা যায়, ২০০০ সাল তখন তিনি ছাত্র, লেখাপড়ার পাশাপাশি তিনি মুরগী পালন শুরু করেন। অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে তিনি সামনের দিকে এগিয়ে চলেন। যত দিন যাই ততই তার সাফল্যতা বাড়তে থাকে। এখন সেই যুবক একটি খামার করেছে যার নাম বাংলা এগ্রোফুড ।

সরেজমিনে তার খামার ঘুরে দেখা গেছে ৫হাজার মুরগি রয়েছে। কথা হয় যারা খামারে কাজ করেন সেই শ্রমিক কামালের সাথে।

তিনি জানান ৫ জন শ্রমিক কাজ করি বেশ যন্তর সাথে খাবার ঔষুধ, পানি সবিই আমরা ৫জন দিয়ে থাকি। এই খামারে সহজেই কোন ধরণের রোগাক্রান্ত হয় না, কারণ হিসাবে বলেন, আমাদের খামারটি উন্মুক্ত পরিবেশে আলো বাতাস পায় এবং বায়োসেপ্টি ব্যবহার করে কাজ করি। এই খামার প্রতিষ্টা হওয়ার কারনে আমাদের ৫টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

সফল খামারি তৌফিকুর রহমান জানান, ১৯ বছর এই মুরগি পালন করে আসছি। প্রথম ১০০ টি মুরগি দিয়ে বাড়ির আঙ্গিনায় মুরগী পালন করা শুরু করি। এখন প্রতি মাসে ৫ হাজার মুরগি পালন করি।

ইতি মধ্যে ১০ হাজার মুরগী পালন করতে আরো একটি নতুন সেট তৈারি করছি খুব শিগ্রই শেষ হবে। একটা মুরগীর পিছে ১৯০থেকে ১৯৫ টাকা আর বিক্রয় হয় ২২০ থেকে ২২৫ টাকা। সব মিলে বেকার শিক্ষীত যুবক এখন নিজের পাই দাড়িয়েছে।

তিনি বলেন মুলত যেটা করতে হবে তার প্রতি যত্নবান হতে হবে, তা হলে সফল হওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button