ঝিনাইদহ সদর

শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোন ছাড় নেই- ঝিনাইদহে এসপি

#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ

শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না, তাদের জায়গা হবে জেল হাজতে। ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়নের টিকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) জনগণের উদ্যেশ্যে একথা বলেন।

‘মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনকে না বলুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সদর থানার ওসি মিজানুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম হিরণ। সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুরসন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে এলাকার শান্তি বজায় রাখতে ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দেয় এলাকাবাসী। এছাড়াও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতে কোন প্রকার মারামারি বা সংঘর্ষে লিপ্ত হবে না বলে আশ^াস প্রদাণ করেন এলাকার মানুষ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, শান্তির প্রতিক কবুতর। শান্তির প্রতিক কবুতর সারা বিশে^ সমাদৃত। আমরা আজ এখানে এসেছি মানুষের কথা শোনার জন্য। আমরা ক্ষতিগ্রস্থ মানুষের কথা শুনছি। শুনে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি তো জানি রাজনীতি মানুষের অধিকার আদায়ের জন্য। কিন্তু এখানে হয়েছে অপরাজনীতি। আপনারা সঠিক নেতৃত্ব না পেয়ে মামলা, হামলা করছেন। যার পরিনতি হত্যা পর্যন্ত। এতে আপনার সামাজিক, আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ থেকে দুরে রাখার জন্যই আজকের এই আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button