ঝিনাইদহে মরহুম শরিফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরে মরহুম শরিফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় বাজার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ঝিনাইদহ সদর উপশহর পাড়ার আরিয়ান স্পোটিং ক্লাব এবং জেলার হরিনাকুন্ডুর রিশখালি ফুটবল একাদশ অংশ গ্রহন করেন।
খেলার নির্ধারিত সময়ে রিশখালি ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে সদর উপজেলার আরিয়ান স্পোটিং ক্লাব জয় লাভ করেন। খেলাটি পরিচালনা করেন টুটুল হোসেন, সহকারি রেফারি ছিলেন আফার তুষার ও ফারুক হোসেন এবং চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন আরিয়ান এ্যানি।
খেলার পূর্বে এক আয়োজনের মাধ্যম্যে খেলাটি আনুষ্ঠানীক ভাবে উদ্ধোধন করা হয়। বাজার গোপালপুর ব্যবসায়ি দোকান মালিক সমিতির সভাপতি মনজুর আলম রেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্ধোধন করেন ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল। বিশেষ অতিথী ছিলেন বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল মালেক, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মান্নান বিশ^াস, নুরুল ইসলাম, মেম্বর রবিউল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ। খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।