ঝিনাইদহে ওয়ার্কার্স পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত

#সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
৬ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বেলা ১০ টায় ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমঃ মোফাজ্জেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে হামদহ এ ন এম ইন্টারন্যাশনাল একাডেমীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১০ ম কংগ্রেস সফল করার লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট বুরো সদস্য কমঃ ইকবাল কবির জাহিদ।
সাধারণ সভায় উপস্থিত ছিল ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমঃ অরুন ঘোষ,কমঃ শামছুরজ্জামান আখতার, কমঃ অধ্যক্ষ আসাদুজ্জামান, কমঃ লিয়াকত হোসেন, কমঃ নিমাই চন্দ্র দে, কমঃ মোশারেফ হোসেন, কমঃ মহিউদ্দিন, কমঃ স্বপ্না সুলতানা, কমঃ সাহিদুল এনাম পল্লব ও কমঃ রেজাউল ইসলাম।
তাছাড়া জেলার শৈলকূপা, কালীগঞ্জ, হরিনাকুন্ডু, কোটচাঁদ পুর উপজেলা থেকে আগত পার্টির সদস্য বৃন্দ।
সাধারণ সভায় প্রধান অতিথি পার্টির সকলকে ঐক্যবন্ধ ভাবে আগামী ২ রা নভেম্বর থেকে ৫ ই নভেম্বর ২০১৯ রোজ শনিবার সকাল ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১০ ম কংগ্রেস সফল করতে হবে ।
সে আরও বলে যে সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠা সহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।