#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।
জেলার সিভিল সার্জন মেলিনা বেগম জানান, তারানা বেগম (৩৫) নামে এই নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর নিতে বলা হয়েছিল।
তারানা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আইয়ুব আলী জানান, গত ১ সেপ্টেম্বর তারানার জ্বর হলে তাকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।
তারানার স্বামী আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, বুধবার তারানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধুখালী সেতু পার হওয়ার পর তারানা মারা যান।