ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে এমন ইউনিয়ন পরিষদ আর কোথাও নেই (ভিডিও-সহ)

#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ

গ্রাম হবে শহর। মাননীয় প্রধান মন্ত্রির এ ঘেষনাকে বাস্তবায়ন করতে কাজ করে চলেছেন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২৪ কিলোমিটার দুরে অবস্থিত মধুহাটি ইউনিয়ন। শহরের পাগলা কানাই সড়ক দিয়ে ইউনিয়নে প্রবেশ করতেই দেখা মিলবে ইউনিয়নের সীমানা স্থাপত্য। এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার দুরেই সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদে প্রবেশ করতেই সামনে পড়বে পানির ফোয়ারা, বন হাস, লাভবার্ডসহ নানান ধরনের প্রানীর ভাস্কর্য ও ফুল।

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি গ্রামের নামে ইউনিয়ন পরিষদ হলেও এটা বাজার গোপালপুর গ্রামে অবস্থিত। ১৯৮৮ সালে ভুমি জরিপ রেকর্ড থেকে জানা যায়, ১৫ নং মওজাটি গোপালপুর নামে পরিচিত। পরবর্তিতে বাজারটির কারনে বাজার গোপালপুর নামে পরিচিতি পায়। স্থানটি ইউনিয়নের প্রানকেন্দ্র বলেই জানেন এলকাবাসি।

বর্তমানে বাজারটিতে আধুনিকথার ছোয়া লেগেছে। ২ নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বাজারের ব্যবসায়ি, ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে সিসি ক্যামেরা, রাতে বাজারের সৌর আলোর স্থাপন করেছেন। বাজারের সৌন্দর্য বৃদ্ধি করতে মেইনস্টান্ডে পায়রা চত্ত্বর, পশ্চিম পাশের প্রবেশ পথে দোয়েল চত্ত্বর এবং দক্ষিণ পাশে ডলফিন নির্মান করা হয়েছে।
ইউনিয়নের গ্রামগুলোর গুরুত্ব বিবেচনা করে আগে কৃষকদের জন্য বিশ্রামাগার, টিউবওয়েল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ টুল বক্স নির্মান করা হয়েছে।

এবিষয়ে ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা ফারুক হোসেন জুয়েল বলেন- তবে ব্যবসায়িদের সাথে কথা বলে জানা যায়, বাজার গোপালপুর ইউনিয়নের দ্বিতীয় হাট। বাজারের প্রতিষ্ঠা কালিন কোন ব্যবসায়ি আজ বেঁচে নেই। তবে পাকিস্থান আমলে বাজারটির অবস্থান ছিল। বর্তমানে ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর সৌন্দর্য ও নিরাপদ জায়গা বলে দাবি করেন এলাকাবাসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button