মহেশপুর
মহেশপুরে বিজিবি’র অভিযানে ফেনসিডিল ব্যবসায়ী আটক
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে ২৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ৫৮ বিজিবি’র আওতাধীন কুসুমপুর বিওপি ক্যাম্প।
৫৮ বিজিবি’র সিও কামরুল আহসান এর দিক নির্দেশনায় কুসুমপুর বিওপি ক্যাম্প কমান্ডার আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার সোনাগাড়ি মোড় নামক স্থান থেকে নেপা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহেলী পরিবহনে অভিযান চালিয়ে গাড়ী তল্লাশী করে আমড়ার ঢপের ভিতর থেকে ২৮৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন কুসুমপুর বিজিবি।
পরিবহনের নাম্বার=ঢাকা মেট্টো ব-১১-১০৭০।আটককৃত মাদক ব্যবসায়ী নেপা ইউপির ছলেমানপুর গ্রামের নূহনবী মন্ডলের পুত্র আলমগীর হোসেন(৩৫)। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে ।