হরিনাকুন্ডুর রিশখালি যাত্রী ছাউনিটি জরাজীর্ণ
#মনজুর আলম, ঝিনাইদহে চোখঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রিশখালি বাজারের যাত্রী ছাউনিটি বেহাল দশায় পরিনত হয়েছে। দীর্ঘ দিন সংস্কার না করার কারনে ব্যবহারের অনুপযোগী ও জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে পথযাত্রীগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
একাধিক ভুক্তভোগি জানান, কোন সময় যাত্রী ছাউনিটি নির্মান করা হয়েছে, তা সঠিক জানা নেই। তবে ১৯৯৫-৯৬ সালে দিকে হবে। সেই থেকে অদ্যবধি সেবা মুলক এই যাত্রী ছাউনিটি সংস্কার করা হয়নি। ফলে ব্যবহারের অনুপযোগি হয়ে জীর্ণদশা অবস্থায় পড়ে আছে।
বাজারের একাধিক ব্যবসায়ি জানান, পথে চলাচলকারি যাত্রীগন ছাউনিতে দাঁড়াতে না পেরে রাস্তার উপর ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকেন। যাত্রী ছাউনিটি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ায় বোঝার উপায় নেই এটা যাত্রী ছাউনি। এর সামেন নানা ময়লা আবর্জনা আর ভেতরে ময়লার স্তুপ জমে গেছে। যাত্রী ছাউনিটি সংস্কার করে ব্যবহারের উপযোগি করার জোরদাবি করেছে ভুক্তভোগীরা।