শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন । মুসা সভাপতি-পলাশ সম্পাদক
#ঝিনাইদহের চোখঃ
১৯৭৩ সালে স্থাপিত উপজেলা পর্যায়ে বাংলাদেশের প্রথম প্রেসক্লাব ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ই সেপ্টেম্বর) বিকালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে দৈনিক ভোরের ডাক ও গ্রামের কাগজ প্রতিনিধি এম হাসান মুসা সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহীন আক্তার পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
এছাড়াও সহ-সভাপতি পদে দৈনিক নয়া দিগন্ত ও লোকসমাজ পত্রিকার মফিজুল ইসলাম ও সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার, যুগ্ম সম্পাদক দৈনিক যশোর পত্রিকার নোমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার আব্দুল জাব্বার, অর্থ সম্পাদক দৈনিক সমাজের কথা পত্রিকার মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিন ও নবচিত্র পত্রিকার ওয়ালিউল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সাপ্তাহিক ডাকুয়ার বার্তা সম্পাদক তুহিন জোয়ার্দ্দার, ক্রিড়া সম্পাদক দৈনিক জনবানী পত্রিকার এসএম শাজাহান আলী।
নির্বাহী সদস্য পদে দৈনিক নতুন দিন পত্রিকার আব্দুল ওহাব, মাটির পৃথিবী পত্রিকার এম রহমান, দৈনিক সমকাল পত্রিকার তাজনুর রহমান ডাবলু, এছাড়াও সদস্য পদে রয়েছেন দৈনিক সুত্রপাত পত্রিকার আকমল হোসেন, দৈনিক খবরপত্র , আজকের নীরবাংলা, ভয়েস অফ কুষ্টিয়ার চঞ্চল মাহমুদ, দৈনিক শিকল পত্রিকার রামীম হাসান, দৈনিক নওপাড়া পত্রিকার আবিদুল ইসলাম, দৈনিক ঢাকার ডাক পত্রিকার এএসএম আলীমুজ্জামান, দৈনিক সোনালী খবর পত্রিকার আব্দুল মান্নান, দৈনিক গণজাগরণ পত্রিকার মিরাজুল ইসলাম, এস বাংলা টিভির মনিরুল ইসলাম, দৈনিক জয়যাত্রা পত্রিকার এম আসমত আলী মিশু, দৈনিক যুগান্তর পত্রিকার আবুল বাশার মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার শাহিদুল ইসলাম বিপুল, দৈনিক বজ্রশক্তি পত্রিকার সুজন বিশ্বাস।
ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।