টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
#ঝিনাইদহের চোখঃ
চট্টগ্রামে শেষ হওয়া একমাত্র টেস্ট বিশাল ব্যবধানে লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ দল। ২২৪ রানের বিশাল পরাজয়ে মূল ভূমিকা পালন করে আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান। তার অলরাউন্ড পারফরমেন্সে বাংলাদেশ দল অসহায় আত্মসমর্পণ করে আফগানদের কাছে।
একমাত্র টেস্টের পরে শিডিউল অনুযায়ী রয়েছে ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট। যাতে অংশগ্রহণ করবে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে। ইতিমধ্যে জিম্বাবুয়ে দল ঢাকায় এসে পৌঁছেছে।
টেস্টে হারের পরে আগামি ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিবকে অধিনায়ক করে নতুন দুই মুখ ইয়াসিন আরাফাত ও শেখ মেহেদী হাসানকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।
টি-২০ সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধি:) লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান ও ইয়াসিন আরাফাত মিশু