বাংলার স্বাধীন সত্ত্বা — কামরুজ্জামান লিটু
#ঝিনাইদহের চোখঃ
আমি দেখেছি ! স্বাধীনতাকামী বীরের রুপ!
হৃদয়ে অনুভব করে মর্ম বুঝেছি ;
চোখের তারায় স্বপ্নীল ছবি এঁকেছি –
কখনো বীর বাঙালীর সাহসীকতা,
কখনো বা তাদের মুক্ত বিহঙ্গের স্বপ্নগাঁথা ।
বাঙালী রমনীর আশার নীড়ে সাঁজানো বাঁসর
পাক-সেনার তাণ্ডবে লণ্ডভণ্ড হতে দেখেছি,
আকাশের গায়ে ভাসতে দেখেছি বায়ুর স্রোতে –
কত না রমনীর জীর্ণশীর্ণ মূমুর্ষ মূখের ছায়া;
শুনেছি, সুরের ধারায় মুক্তি আকুতির কান্না ।
আমি দেখেছি ! মমতাময়ী মায়ের কোলের শুন্যতা!
হাহাকারে কেটেছে কত দিন – কত রাত –
তবওু কষ্ট চেপে বুকে,
রাতের আঁধারে নিরবে নিভৃতে
মুক্তি সেনার গায়ের ঘাম দিয়েছে মুছিয়ে –
বসনের আঁচল দিয়ে ।
দেখেছি, ক্ষুধার্ত মুক্তিকামীর ক্ষুধা নিবারণে
কত রমনীর রাত কেটেছে অনাহারে ;
হাসিমাখা মূখে বেদনা লুকিয়ে
স্বাধীনতার তৃপ্ত বাসনায় –
বীরের হাতে দিয়েছে অস্ত্র তুলে ।
আমি শুনেছি ! স্বাধীনতার জয়গান!
শুনেছি, বাংলার আকাশে-বাতাসে
স্বজন হারানোর আর্তনাদ, তবু
লক্ষ-কোটি বীর বাঙালীর বজ্রকন্ঠে বেজে উঠে –
জয় বাংলা, জয় “বঙ্গবন্ধু” অবিরাম!