মহেশপুরে বাল্য বিয়ের দায়ে কাজি ও মেয়ের ভগ্নিপতিকে জেল
ঝিনাইদহের চোখঃ
মহেশপুরে বুধবার বিকালে বাল্যবিয়ে দেয়ার দায়ে কাজিকে ৬ মাসের জেল ও মেয়ের ভগ্নিপতিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
https://www.youtube.com/watch?v=GsNKa9oT3vI
বৃহস্পতিবার সকালে কাজিকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মহেশপুর মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার কাকিলাদাড়ী গ্রামের শুকুর আলীর মেয়ে সুবর্ণা খাতুনের (১৪) সঙ্গে গত ৩১ জুলাই নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিমের (২০) বিয়ে হয়।
বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর হলে মান্দারবাড়ীয়া ইউনিয়নের কাজি ইব্রাহিম খলিলকে বাল্য বিয়ে পড়ানোর দায়ে ৬ মাসের জেল এবং মেয়ের ভগ্নিপতি ভাটপাড়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মিলনকে একই আইনের ৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।