অন্যায়কারীর ক্ষমা নেই—-হরিণাকুন্ডুতে এসপি (ভিডিও-সহ)
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন কে ‘না’ বলি শীর্ষক বিশেষ আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হরিণাকুন্ডু থানা ও কমিউনিটি পুলিশিং এ আয়োজন করেন।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, পৌর মেয়র শাহিনূর রহমান রিন্টু, অধ্যক্ষ শরিফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাস্টার মহি উদ্দীন আহাম্মেদ।
সভায় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মিডিয়া কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে যে কোন মূল্যে সমাজ থেকে এ সব অপরাধ দূর করতে জনগনের সহযোগিতা কামনা করেন।