ঝিনাইদহের কৃতি সন্তান সৌরভ সরকার
ঝিনাইদহের চোখঃ
সৌরভ সরকার । লেখাপড়ায় যেমন মেধাবী ছিলেন খেলাধূলায় তুখোড় ছিলেন সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট।
পড়াশোনাঃ
ডাক্তার সৌরভ সরকার ১৯৯৮ সালে জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্টার মার্কসহ (তখনকার সময়ে ৭৫০ নাম্বারকে স্টার মার্ক বলা হতো) প্রথম বিভাগে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। বাংলাদেশ রাইফেলস স্কুল এন্ড কলেজ হতে ২০০০ সালে এইচএসসি পাশ করেন।
পরবর্তীতে মেডিকেল চান্স পেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন। এমবিবিএস শেষ করেন ২০০৬ সালে এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে ডাক্তারী পেশায় কর্মজীবন শুরু করেন।
কর্মরত আছেনঃ
তিনি দীর্ঘদিন হরিণাকুণ্ড উপজেলা হেলথ কমপ্লেক্স হাসপাতালে সেবা দিয়েছেন। অল্প সময়ে ডাক্তারী পেশায় যথেষ্ট সুনাম অর্জন করেন। ডাক্তার সৌরভ সরকার কিছুদিন মেডিকেল অফিসার হিসেবে মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমান
ময়মানসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিষয়ে কোর্স করছেন।
জীবণীঃ
সৌরভ সরকার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার জোড়াদহ গ্রামের সরকার বাড়ির ছেলে। জানা যায়, ক্রিকেট এতোটাই তাকে টানতো যে তৎকালীন সময়ে জাতীয় পর্যায়ে ক্রিকেট বিষয়ে শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছিলেন। সৌরভ সরকার পারিবারিক অবস্থা ছিল ঐতিহ্যবাহী। তার বাবা ছিলেন স্বনামধন্য ইঞ্জিনিয়ার (যদিও তিনি কিছু বছর হরিশপুর লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন) ।
ছবিতে ডাক্তার সৌরভ সরকার ও তার স্ত্রী।
উল্লেখ তার সহধর্মিণীও একজন ডাক্তার তিনিও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ও অবস বিষয়ে কোর্স করছেন।
তথ্য সংগ্রহ ও লেখনি : Mujahid Khan ও Anam