কোটচাঁদপুর
ঝিনাইদহে ফেন্সিডিল ভর্তি ট্রাক আটক
হাসানুর রহমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দূর্ঘটনায় কবলিত ৪০৫ বোতল ফেন্সিডিল সহ ট্রাকটি উদ্ধার করেন।
এ ঘটনায় ড্রাইভার ও হেলপার গুরুতর জখম হয় কিন্তুু কোন হতাহত হয়নি।
এ দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্তোসপুর মোড় থেকে শাহাপুর ক্যাম্পের এ এস আই ইমামুল হক ও কনস্টবল ফারুক ট্রাকটির পিছু নেয় এতে ট্রাকটি দ্রুত চালানোর ফলে কোটচাঁদপুর উপজেলার বলুহর মোড়ের নতুন গোহাটার কাছে একটি কড়াই গাছের সাথে সংঘর্ষ হয়।
ট্রাক ড্রাইভারের কাছ থেকে নাম্বারটা নিয়ে কোটচাঁদপুর ফায়ার স্টেশন কে ফোন দেন। ভোর ৪.০৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের টিম তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করেন।
কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।