মাঠে-ময়দানেহরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে বন্ধন গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়ন ভিত্তিক তিন দিন ব্যপি বন্ধন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৯ ওয়ার্ডের খেলা শেষে শনিবার ফাইনাল খেলায় ফলসী একাদশ কুলবাড়ীয়া একাদশকে ২—০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে৷।

খেলা শেষে পূরুষ্কার বিতরণ করা হয়েছে । বন্ধন সেবা সংঘের আয়োজনে ক্লাব সভাপতি মোঃ রকিবুল ইসলামের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক মোঃ রিপন আহম্মেদের পরিচালনায় পূরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডঃ খলিলুর রহমান , হরিণাকুণ্ডু ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক এম সাইফুজ্জামান তাজু ।

এসময় উপস্থিত ছিলেন এই টুর্ণামেন্টের একমাত্র পিষ্ঠোপষক সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম রাশেদ , ক্লাবের কার্য-নির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান কাজল , মোঃ নাজমুল হুদা , মোঃ আব্দুল বারেক সহ অনেকে ।

আলোচনা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথি ও পিষ্ঠপোষক চ্যাম্পিয়ান ও রানার্সআাপ দলের দলনেতার হাতে টফি তুলেদেন এছাড়া শ্রেষ্ঠ খেলয়াড় ও শ্রেষ্ঠ গোলদাতার হাত সন্মাননা স্বরুপ ক্রেষ্ট তুলেদেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button