হরিণাকুন্ডুতে মীনা দিবসে র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস-২০১৯ পালনে র্যালী , সাংস্কৃতিক অনুষ্ঠান ও প‚রষ্কার বিতরণ করা হয় ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে কোমলমতি ছাত্র ছাত্রী , কর্মকর্তা , শিক্ষক অভিভাবকদের সমন্ময়ে এক র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে হরিণাকুন্ডু মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
প্রথম শ্রেনী থেকে দ্বীতিয় এবং তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীদের মাধ্যে চিত্রাঙ্কন , যেমনখুশি তেমন সাজ ও সংগীত প্রতিযোগীতা শেষে উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহামুদ হাসান এর পরিচালনায় প‚রষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত হরিণাকুন্ডু প্রেসক্লাবে সভাপতি এম সইফুজ্জামান তাজু , সাধারন সম্পাদক এইচ মাহবুব মিলু , সহ-সভাপতি মোঃ জাফিরুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জেসমিন আরা , মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম , সহকারী শিক্ষক মোঃ নফিজ উদ্দীন , আব্দুস সামাদ আজাদ দীপু , মোঃ মতিয়ার রহমান , মোঃ নজিম উদ্দীন প্রম‚খ ।
সবশেষে প্রতিযোগীতার প্রথম, দ্বীতিয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের হাতে প‚রষ্কার তুলে দেওয়া হয় ।