ঝিনাইদহ সদর

ঝিনাইদহে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ

বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ৫দফা পূরণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান (ভারপাপ্ত জেলা প্রশাসক) এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ৫দফা পূরণের দাবীতে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উলে­খ করেন,সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা প্রদাণ তথা পদবি পরিবর্তন,টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল,সরকারি দপ্তরে আইট সোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত জনবলের নিয়মিতকরণ,পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান সহ ৫দফা দাবী স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দিন,সাধারন সম্পাদক তাজুল ইসলাম খাঁন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির সোহেল রানা, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার শহিদুল ইসলাম,আবুল হোসেন,আক্তারুজ্জামান খাঁন,শহিদুল ইসলাম, সেলিম হোসেন,আনারুল ইসলাম প্রমূখ জেলা শাখার নেতৃবৃন্দ।

দাবী সমূহ হলো,আর্থিক ও প্রশাসনিক বৈষম্য নিরসন,সচিবালয়ের মতো বেতন সমকাজে সমমর্যাদা প্রদাণ তথা পদবি পরিবর্তন। টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্র্যাচ্যুইটির হার ১ টাকায় ৫০০/= নির্ধারণের দাবি। বৈষম্য নিরসন,সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং (পিআরএল) এর বয়স ৬৫ বছর করা,বার্ষিক ইনক্রিমেন্টের হার ২০ শতাংশ নির্ধারণ ও গৃহ নির্মাণ ঋণদান নীতিমালা সংশোধন,গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদানের দাবি।

সরকারি দপ্তরে আইট সোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত জনবলের নিয়মিতকরণ।দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান,পাহাড়ী,পর্যটন ও দূর্যোগ ভাতা প্রদাননের দাবী করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button