পাঠকের কথা

প্রকৃতির রুপান্তর—– কামরুজ্জামান লিটু

ঝিনাইদহের চোখঃ

অপরুপ রুপের মহিমায় সাঁজানো ভূবন ;
ক্ষণে ক্ষণে সৃষ্টি বীণার সুরে
কম্পন জাগিয়ে প্রকৃতি উঠে বেঁজে ।
কখনো পাহাড়-পর্বত, কখনো নদী-নালা,
কখনোবা উত্তাল সাগরের স্রোত ধারা –
জেগে উঠে নব জাগরণের সাঁজে ।

নব বর্ষণে প্রকৃতির গভীর ভালোবাসায়
অরণ্যমাঝে অস্তিত্বের সৃষ্টি মোহে,
শীতল স্নেহ-মায়ায় সবুজ স্বপ্ন জাগে ।
আগামী ভূবনের অনন্ত সাধনায় –
শৃংখলার বাঁধ ভেঙ্গে নব আঙ্গিকে
প্রকৃতির মিশে চলা সবুজের সমারোহে ।

পাহাড়ের গাঁয়ে কলকল ঝর্ণা ধারায়
রুপালী আলোর ঝলমলে স্নিগ্ধতায়,
মেতে উঠে প্রজন্ম সৃষ্টির বিকিরণে ।
জাগতিক প্রবর্তনের প্রণোদনায়
কখনো তিক্ত, কখনোবা রিক্ততায়
স্বরুপ সৃষ্টির নেশায় চলে নিরন্তরে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button