ঝিনাইদহে ওজনে কম দেওয়ায় জেল-জরিমানা

আব্দুস সালাম, ঝিনাইদহের চোখঃ
ওজনে পেট্রোল কম দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৬০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
দন্ডিত আসামি হলেন, জেলার মহেশ পুর উপজেলার খালিশপুরের মৃত দিদার বকস মন্ডলের ছেলে মোঃ হাবিবুর রহমান (৬০)। তিনি খালিশপুর এন,এন, ফিলিং ষ্টেশনের ম্যানেজার। ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম বৃহস্পতিবার প্রকাশ্য আদালতে এ রায় ঘোষনা করেন।
ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল রানা জানান, গত ৭ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার সময় বি এস টি আই খুলনার স্কোয়াড সার্ভিল্যান্স পরিচালনা কালে খালিশপুরের এন এন ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রির সময় প্রতি ১০ লিটারে ১৫০ মিলি লিটার পেট্রোল কম দেওয়ার অভিযোগ ধরা পড়ে।
বি এস টি আই খুলনার পরিদর্শক মোঃ আলমাস মিয়া বাদী হয়ে গত ১০ এপ্রিল ” ২০১৮ সালের ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ৪৬ ধারায় আদালতে মামলা দায়ের করেন।