শামীম খাঁন, ঝিনাইদহের চোখঃ
মহেশপুরের পল্লীতে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ১০দিনেও উদ্ধার হয়নি।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সে উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামের আসাদুল হকের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়ে।
থানার এজাহার সূত্রে প্রকাশ, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ির পাশ থেকে অপহৃত হয় সে। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর ৩ জনকে আসামি করে মহেশপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। যার নং ৫৪(৯)১৯।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ১নং আসামি উপজেলার শ্রীনাথপুর গ্রামের শওকত আলীর ছেলে হাসান আলী দূর সম্পর্কের আত্মীয় হিসেবে বাড়িতে যাতায়াত করতো। সেই ফুঁসলিয়ে তাকে অপহরণ করেছে। উক্ত হাসান আলী নিজে কবিরাজী করে। সেই সূত্রে সে মেয়ের মাকে চিকিৎসাও করেছিলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরব হোসেন জানান, উক্ত আসামির বউ, ছেলেমেয়ে আছে। পরকীয়া প্রেমে জড়িয়ে তারা পালিয়ে গেছে। যেহেতু মেয়ে নাবালিকা তাই আইনগতভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।