হরিণাকুণ্ডুতে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বৃহস্পতিবার ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমান আদালতে এক ভ্যান চালকের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগম৷, নির্বাহী অফিসারের হিসাব সহকারী মোঃ ইউনুস আলী , জোড়াদাহ পুলিশ ফাড়ীর আই সি ।
নির্বাহী অফিসারের কার্যালয় ও ভায়না গ্রামের সাক্ষী নায়েব আলীর পূত্র জাফিরুল ইসলাম সুত্রে জানাযায় বৃহস্পতিবার সকাল ৯টায় ভায়না গ্রামের আছিরুল ইসলামের পূত্র ভ্যান চালক সোহেল আহম্মেদ(১৯) পাখিমার মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বিদ্যালয়ে না নিয়ে সিরাজুল ইসলামের বাড়ীর পার্শে পান বরজ ভিতর নিয়ে যেতে উদ্বত হলে ছাত্রীর চিৎকারে পার্শের বরজে কাজকরা রত ২জন ব্যক্তি ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং ভ্যান চালক সোহেলকে আটকিয়ে নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।