মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে দুর্গা পূজা

ঝিনাইদহের চোখঃ
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।
সকালে ঢাক-ঢোল, কাসা, শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্ডপগুলো। এসময় পুরোহিতের মন্ত্রে প্রত্যেক মন্দিরে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
পূজাকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে মন্দিরে মন্দিরে চলছে উৎসবের আমেজ। কারিগররা দিন-রাত পরিশ্রম করে শেষ করেছেন দেবী দূর্গা নির্মানের কাজ। কারিগরররা জানায়, জেলায় প্রতিমা তৈরির চাপ আগের তুলনায় বেড়েছে, তাই লাভও হচ্ছে বেশী।
ঝিনাইদহ পূজা উৎযাপন পরিষদের সভাপতি কনক কান্তি দাস জানান, এবার জেলায় ৪ শতাধিক মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মন্দিরে মন্দিরে কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
এবছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে এসেছেন, আগামী ৮ অক্টোবর বিসর্জনের মাধ্যমে আবার ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন।