কোটচাঁদপুরে বাবাকে বাচাঁতে কিডনী বিনিময় করতে চায় ছেলে
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
মধ্যবিত্ত পরিবারের একমাত্র অবিভাবক মঈন উদ্দিনের (৪৫) সংসারে সুখের ঘাটতি ছিল না। হঠাৎই ঐ পরিবারে নেমে এসেছে একটি বিষন্নতার ছায়া।
দুই সন্তানের জনক মঈন উদ্দিনের বাম পাশের একটি কিডনী সম্পূর্ন নষ্ট গেছে বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক। পিতাকে বাচাঁতে দুই সন্তান ও তার মা সেচ্ছায় একটি কিডনী দিতে ইচ্ছা পোষন করলেও তার রক্তের গ্রæপের সাথে দুই সন্তান ও স্ত্রীর রক্তের গ্রæপের রক্তের কোন মিল নেই। কেননা মঈন উদ্দিনের রক্তের গ্রæপ “এবি পজেটিভ”। আর স্ত্রী সন্তানদের রক্তের গ্রæপ “ও” পজেটিভ।
তাই মঈন উদ্দিনের জৈষ্ঠ্য পূত্র আরিফ হোসেন আলোচনা সাপেক্ষে জরুরী নিজের “ও” পজেটিভ গ্রæপের একটি কিডনী দিয়ে পিতার জন্যে “এবি” পজেটিভ গ্রæপের একটি কিডনী বিনিময়ের মাধ্যমে পিতাকে বাচিঁয়ে রাখার অভিমত ব্যক্ত করেছেন।
এছাড়া সমাজের কোন হৃদয়বান ব্যক্তি কিশোর আরিফের পিতার কিডনীর ব্যাপারে আর্থিক সাহয্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ভূক্তভোগী পরিবারটি। যোগাযোগের ঠিকানঃ মোবাইল নং-০১৩০৯-২১৯৮৬৩ অথবা ০১৭৭৮-৬৬৮৭৭৮।