হরিণাকুন্ডুতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালী আলোচনা সহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে ।
“নিয়ম মেনে অবকঠামো গড়ি , জীবন ও সম্পদের ঝুকি রোধ করি” এই মুল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকালে কর্মকর্তা সহ সকল শ্রণীপেশার মানুষের সমন্ময়ে অনুষ্ঠিত র্যালী শেষে সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার , অধ্যক্ষ শরিফুল ইসলাম , কৃষি কর্মকর্তা মোঃ আরশেদ আলী চৌধুরী , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন , মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ ,মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম , জাইকা প্রজেক্ট সমন্ময়কারী কামরুন্নহার , বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষক , হরিণাকুন্ডু ফায়ার সার্ভীস স্টেশন অফিসার সহ অনেকে । এসময় ফায়ার সার্ভীস কর্মীরা দূর্যোগ মুকাবেলায় বিভিন্ন কৌশল ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করে সকলকে অবহিত করে ।