পাঠকের কথা
জন্মভুমি আমার–হাবিবুর রহমান রিজু
ঝিনাইদহের চোখঃ
এ মাটি আলো বাতাস কোলে
এ জন্ম স্বার্থক জন্মেছি বলে
অপরূপ রুপ রঙের বাহার
এত বিপুল শস্য ভান্ডার
খাল-নদী- সাগর পাহাড়
ছয় ঋতুজ বনজ সমাহার
প্রকৃতির অপার প্রেম উপহার
চির যৌবনা জন্মভুমি আমার।
হরেক-রকম মেঘের খেলা উর্ধ্বতলে
খনিজ ধন গুপ্ত ধনের মত নিম্নতলে
অফুরাণ স্নেহাশীষ সমুদ্র বুকে
জলে আমিষ ডাঙায় দুধমুখে
গান গায় পাখি মনের সুখে
প্রেম-সুধা বয় নারীর বুকে
এই দুনিয়ার সেরা আধার
তুল্য নেই যার জন্মভুমি আমার।