হরিণাকুন্ডুর “আলোর ফেরিওয়ালা” এখন দেশ জুড়ে প্রথম
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু পল্লী বিদ্যুৎ সমিতির “আলোর ফেরিওয়ালা” এখন দেশজুড়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে ।
সম্প্রতি ঢাকা বিদ্যুৎ বিভাগের বিজয় হলে ইনোভেশন শোকেশিং ২০১৯ এ দেশ জুড়ে প্রথম পুরুষ্কার পেলো হরিণাকুন্ডু আলোর ফেরিওয়ালা । বিদ্যুৎ বিভাগের সিনিয়ার সচিব ড, আহম্মেদ কায়কাউস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোর ফেরিওয়ালার উদ্ভাবক এজিএম শেখ আব্দুর রহমানের হাতে প্রথম পুরষ্কার ক্রেষ্ট তুলে দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড, তৌফিক ই ইলাহী ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ , প্রধানমন্ত্রীর দপ্তরের এ টু আই পরিচালক , বিদ্যুৎ বিভাগের যুগ্ন-সচিব মাকসুদা বেগম , পল্লীবিদ্যুৎ বিভাগের চেয়ারম্যান মেজর জেনারেল(অবঃ) মঈন খান ।
ইনোভেশন শোকেশিং এ প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা হরিণাকুন্ডুতে পল্লীবিদ্যুতের গ্রাহক সেবা প্রধানমন্ত্রীর চাওয়া অনুযায়ী হয়রান ম‚ক্তভাবে গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার জন্য আলোর ফেরিওয়ালার উদ্ভাবক এজিএম শেখ আব্দুর রহমান ও পল্লীবিদ্যুৎ বিভাগের চেয়ারম্যাম মেজর জেনারেল (অবঃ) মঈন খানকে ধন্যবাদ যানান ।