অজানা রোগে আক্রান্ত ঝিনাইদহের কাশিপুরের শিশু আবির
জিয়াউর রহমান জিয়া, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে তিন বছরের শিশু আবির অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যর যন্ত্রনায় ছটফট করছে। শরীরটা দিনদিন কঙ্কালে পরিণত হয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
এ অবস্থায় সেই সন্তানকে নানা-নানীর কাছে ফেলে রেখে চলে গেছে শিশুটির বাবা-মা। ডাক্তাররা বলছেন, উন্নত চিকিৎসা করা হলে সুস্থ হতে পারে শিশুটি।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের দিনমজুর লিয়াকত আলীর মেয়ে রত্না খাতুন। তার তিন বছরের শিশু আবির অজানা রোগে আক্রান্ত হলে তাকে নানা-নানীর কাছে রেখে চলে যান তার বাবা-মা।
অসহায় দিনমজুর নানা শিশুটির চিকিৎসা করানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরলেও সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ায়নি তেমন কেউ। যে কারণে শিশুটি দিনদিন চিকিৎসার অভাবে কঙ্কাল হতে চলেছে। শিশু আবির জন্ম নেয়ার পর সুস্থ থাকলেও গত ২বছর আগে টিকা দেয়ার পরে জ্বর-খিচুনি দেখা দেয়।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির পরীক্ষা-নিরিক্ষা করে উন্নত চিকিৎসা করালে সে সুস্থ হয়ে যেতে পারে। এদিকে, জেলা পরিষদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
অসহায় এই শিশুটির চিকিৎসায় সরকারসহ বিত্তবানদের সহায়তা চেয়েছেন শিশুটির নানা-নানি ও এলাকাবাসি।