ঝিনাইদহ সদর

ঝিনাইদহে চোর চক্রের ৭ সদস্য আটক

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে চোর চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার ভোররাতে দেশের বিভিন্ন জেলা থেকে চোর চক্রের ৮ সদস্য জেলার মহেশপুর উপজেলা এলাকায় একত্রিত হয়ে চুরিকৃত মালামাল ভাগাভাগি করছে। সেসময় তাদের মধ্য থেকে সাত জন আটক হলেও এক জন পালিয়ে যায়।

আটককৃতরা হলো, ঢাকা জেলার যাত্রাবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে কবির হোসেন, ব্রাম্মনবাড়িয়া জেলার কসবা থানার তিন লাখ পীর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রনি, কুমিল্লা জেলার মুরাদ নগর থানার ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহীম হোসেন, নরসিংদী জেলার রায়পুরা থানার মক্কিনাগড় জমদ্দাবাড়ি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রুবেল মিয়া, কুমিল্লা জেলার চান্দিনা থানার নবাবপুর গ্রামের র‌্যাপতি দাসের ছেলে ঝন্টু দাস, একই জেলার দেবিদার থানার আলমপুর গ্রামের আব্দুর শহীদের ছেলে মোর্শেদ, একই উপজেলার গঙ্গা নগর গ্রামের হামিদ আলীর ছেলে রিপন মিয়া।

জেলা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, জেলার মহেশপুর উপজেলার বারমাসি ব্রীজ এলাকার কাকিলা দাড়ির মাঠে সংঘবদ্ধ চোর দল চুরিকৃত মালামাল নিজেদের মধ্যে ভাগাভাগি করছিল।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার বিল্পব মোবাইল প্লাজা ও মোবাইল টাওয়ার থেকে চুরি হওয়া ৫৩ টি মোবাইল ফোন, ৫টি ট্যাব, ৫০টি মেমোরি কার্ড, নগদ ৩ হাজার টাকাসহ চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button