কোটচাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন
সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ
সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য নিযে ঝিনাইদহের কোটচাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে কোটচাঁদপুর স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (চঃদঃ) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মোখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক নজরুল ইসলাম, শিক্ষক বিমল ভৌমিক প্রমূখ। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সুমন মালাকার, কোটচাঁদপুর, ঝিনাইদহ।