হরিণাকুন্ডু বৃদ্ধাশ্রমে রাবেয়া হাসপাতালের মেডিকেল ক্যাম্প
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ঝিনইদহের রাবেয়া হাসপাতাল এন্ড ডায়গোনষ্টিক সেন্টার বুধবার একদিনের মেডিকেল ক্যাম্পে দুইজন ডাক্তার চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাবেয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা , ডাঃ ফয়জন নেসা , ডাঃ মন্জুরুল হক , হাসপাতালের নজরুল ইসলাম ও বৃদ্ধাশ্রমের জমিদাতা অভিভাবক ইস্মোতারা খাতুন ।
ডাক্তারদ্বয় ৩০ জন বৃদ্ধাকে রক্ত পরীক্ষা , ইসিজি করা সহ চিকিৎসা ও ঔষধ প্রদান করে । হাসপাতালের পরিচালক সোহেল রানা যানান প্রতি মাসে নিয়মিত ভাবে এই সেবা প্রদান করা হবে একই সাথে দুই বস্তা করে চাউল দেওয়া হবে । তিনি আরও যানান প্রতি মাসে এই হাসপাতাল চারবার সুবিদ্ধাভোগীদের মাঝে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে আসছে । চাউল ও চিকিৎসা সেবা সহ ঔষধ পেয়ে বৃদ্ধাশ্রমের বৃদ্ধারা ভিষণ খুশি হয়েছে তার এখন সশ্তির নিস্বাস ফেলছে ।