মহেশপুরে নির্য়াতনে ৩ সন্তান নিয়ে দুর্বিসহ জীবনযাপন

মো: আজাদ, ঝিনাইদহের চোখঃ
মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে গৃহবধূ রিনা খাতুন ৩ সন্তান নিয়ে ন্যায় বিচারের জন্য দ্বার দ্বারে ঘুরছে। শ্বশুর-শ্বাশুড়ীর নির্যাতনে বাড়ি ছাড়া, থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সেজিয়া গ্রামের ওমর আলীর ছেলে আজগর আলী ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করার সুবাদে গাজীপুর জেলার জয়দেবপুর থানার রথখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রিনা খাতুনের সাথে ১৫ বছর পূর্বে ২লক্ষ টাকা দেনমোহরের মাধ্যমে বিয়ে হয়।
রিনা জানায়, ৬মাস যাবৎ তার স্বামী তাদের ফেলে রেখে বাড়ি থেকে চলে গেছে। তাদের কোন ভরন-পোষন দিচ্ছে না এমনকি কোন খোজ-খবরও নিচ্ছে না। সে লোক মুখে জানতে পেরেছে পরকীয়ার জের ধরে তার স্বামী কোন এক মহিলাকে নিয়ে উধাও হয়ে গেছে। এদিকে ৩টি সন্তান নিয়ে রিনা খাতুন দুর্বিসহ জীবনযাপন করছে। ১২ই নভেম্বর শ্বশুর-শাশুড়ি অমানুষিক নির্যাতন করে ৩ সন্তান সহ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঐদিন নির্যাতিত গৃহবধূ মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।
মহেশপুর থানায় দায়িত্বরত এস.আই সজল জানায়, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।