ঝিনাইদহ সদরমাঠে-ময়দানে

গোপালপুরে ১৬ দলীয় ছয়াইল ফুটবল প্রতিযোগিতা শুরু

এলিস হক, ঝিনাইদহের চোখঃ

গত ১৪ই নভেম্বর বৃহস্পতিবার’১৯ হতে বিকেল ৪টায় ঝিনাইদহের হাট-গোপালপুরে অনুষ্ঠিতব্য স্থানীয় ছয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ছয়াইল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

উদ্বোধনী খেলায় আমেনা খাতুন ফ্রেন্ডস ক্লাব নারকেলবাড়ীয়া একাদশ এবং পানামী ফুটবল একাদশ। খেলায় পানামী ফুটবল একাদশ ১-০ গোলে নারকেলবাড়ীয়া একাদশকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।

আজ শনিবার ১৬ই নভেম্বর’১৯ বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতার দ্বিতীয় দিনে অংশ নেয় নারকেলবাড়ীয়া যুব সংঘ ক্লাব এবং কোদালিয়া ফুটবল একাদশ।

খেলায় কোদালিয়া ফুটবল একাদশ ১-০ গোলে নারকেলবাড়ীয়া যুব সংঘ ক্লাবকে পরাজিত করে পরবর্তী কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের পক্ষে কোদালিয়ার ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় রনি জয়সূচক গোলটি করেন (১-০)।

কোদালিয়া একাদশ : গোলকিপার হিরন কাজী ২৫, শাহিন হোসেন ২, রিয়াজ হোসেন ৩, সুমন ৪, রাজু ৫, হামিদুল ৬, চঞ্চল কাজী (অধিনায়ক) ৭, ইমন ৮, রনি ৯, সোহান ১০ ও কালাম ১১।

নারকেলবাড়ীয়া একাদশ : গোলকিপার মাহমুদ ১, শফি (অধিনায়ক) ৩, শুভ ৪, আক্তার ৫, রাব্বি ৬, সাজ্জাদ ৭, তৈমুর ১০, রানা ১৫, জাহেদ ১৭, শাওন ৯ ও শামীম ১১।

খেলা পরিচালনায় ছিলেন রেফারি জামাল হোসেন মোল্লা। সহকারী রেফারি : শাহানুর রহমান বিশ্বাস সাগর ও এলিস হক।

আগামী ১৮ই নভেম্বর’১৯ সোমবার প্রতিযোগিতার তৃতীয় দিনে অংশ নেবে গোলাম মোস্তফা ফাউন্ডেশন রামনগর এবং লাঘবদাড় ফুটবল একাদশ।

ছয়াইল গ্রামবাসীদের উদ্যোগে এই ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে। ১৬টি ক্লাব এই প্রথম রাউন্ডের খেলায় অংশ নিয়েছে। ক্লাবগুলো হলো-

আমেনা খাতুন ফ্রেন্ডস ক্লাব নারকেলবাড়ীয়া, পানামী ফুটবল একাদশ, নারকেলবাড়ীয়া যুব সংঘ ক্লাব, কোদালিয়া ফুটবল একাদশ, গোলাম মোস্তফা ফাউন্ডেশন রামনগর, লাঘবদাড় ফুটবল একাদশ, ফুলবাড়ী ফুটবল একাদশ, বালিয়াকান্দি ফুটবল একাদশ, হবহরিদ্র ফুটবল একাদশ, ধনঞ্জয়পুর ফুটবল একাদশ, শেখ স্পোর্টিং ক্লাব বাজিদপুর, আড়ুয়াকান্দি ফুটবল একাদশ, হলিধানী ফুটবল একাদশ, শেখপাড়া ফুটবল একাদশ, বড় বাড়ি ফুটবল একাদশ এবং পাগলাকানাই ফুটবল একাদশ।

উল্লেখ্য প্রতিযোগিতাটি নক আউট রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button