ঝিনাইদহ সদর

ঝিনাইদহে জীবন দক্ষতা উন্নয়ন মূলক দিনব্যাপী প্রশিক্ষণ

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের ফুরসন্ধি ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ চক্রে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি আওতায় উপকার ভোগীদের জীবন দক্ষতা উন্নয়ন মূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ের সহযোগিতায় প্যারাডাইস সহযোগী সংস্থার বাস্তবায়নে ও ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মালেক মিনার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার, সাংবাদিক সাজ্জাদ আহমেদ,ইউপি সচিব ছাবদার আলী, প্যারাডাইস এর নির্বাহী পরিচালক শেখ গোলাম মোস্তফা,সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,পেনেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম ,রোকেয়া খাতুনসহ ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের মেম্বরগন প্রমূখ। প্রশিক্ষক পরিচালনা করেন খন্দকার শরিফা আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button