ক্যাম্পাসজানা-অজানা

ব্যতিক্রমী তিতুমীরস্থ ঝিনাইদহ ছাত্রকল্যাণ সংগঠন

ঝিনাইদহের চোখঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় নিরলস ভাবে কাজ করেছে ঝিনুক তিতুমীরস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ ।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের (সম্মান) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর মোট ১১টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসে ভর্তিচ্ছুকদের সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ভর্তিচ্ছুকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, যানজট নিরসন, বাইক সার্ভিস, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য সেবা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে, ছাত্রলীগ, বিএনসিসি, সাংবাদিক সমিতি সহ বিভিন্ন জেলার ছাত্র সংগঠনগুলো।

সকাল ৭টা থেকে ঝিনুক তিতুমীরস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সংগঠনটি শাকিল চত্বরে বুথ বসিয়ে নিজ জেলার শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা প্রদান করে।

সংগঠনটির সভাপতি শামিম হোসেন বলেন, ‘প্রতি বারের মতো এবারও আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার জন্য। বিশেষ করে সড়কের যানজট নিরসন এবং পরীক্ষার্থীদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিতকরণ, ভর্তিচ্ছুকদের সিট খুঁজে দেয়া এবং বিভ্রান্তিকর অবস্থা ঠেকাতে আমাদের এই নিরলস প্রচেষ্টা।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘ঝিনুক তিতুমীরস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সংগঠনটি সামনে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাগুলোতেও এভাবে জেলার সকল ভর্তিচ্ছুকদের পাশে থাকবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button