কালীগঞ্জ

ঝিনাইদহে ২৬ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে শুরু হয়েছে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান।

সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের কৃষক আদিল উদ্দিনের বাড়ী থেকে ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব হাজিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রানী সাহা, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কোটচাঁদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ঝিনাইদহ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, কালীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, জেলায় সোমবার থেকে শুরু হওয়া আমন ধান সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত।

জেলার ৬ উপজেলা থেকে ২৬ টাকা কেজি দরে ১১ হাজার ৩’শ ২৭ মেট্টিকটন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় কৃষকের এ্যাপস দিয়ে ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button