হরিণাকুণ্ডুর দিনমজুর মান্নানের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা রুপান্তরিত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর দিনমজুর আব্দুল মান্নানের রহস্যজনক মৃত্যু এখন অপমৃত্যু মামলার বদলে হত্যা মামলায় রুপান্তরিত করেছে থানা পুলিশ ।
রবিবার রাতে মৃত মান্নানের বড় মেয়ে নীলা খাতুন স্থানিয় থানায় অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছে , যার নং ২১ তাং ২৪/১১/২০১৯ ইং ।
উল্লেখ্য গত শনিবার রাতে উপজেলার হরিশপূর(বিস্বাস পাড়া) গ্রামে মৃত মসলেম মন্ডলের বড় পূত্র আব্দুল মান্নান এর অজ্ঞাত রহস্যজনক কারণে মৃত্যু হয় , তার গলায় ফাসের চিহ্ন পাওয়া গেছে কিন্তু পুলিশ এখোনও জানতে পারেনি তাকে কোথায় ঝোলানো হয়েছিল বা সে নিজে ঝুলেছিল । ঘন কুয়াশার ধুম্রজালে পুলিশ খুজে ফিরছে মান্নান হত্যার মটিভ । অপর দিকে মৃত মান্নানের স্ত্রী রাজিয়া বেগম কন্যা নীলা খাতুনের এলোমেলো বক্তব্যে বিপাকে পড়েছে পুলিশ ।
এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য মান্নানের স্ত্রী রাজিয়া , কন্যা নীলা, মেজ ভাই জাফিরুল ও চাচাতো ভাই মিলনকে পুলিশ থানায় আনলেও আবশেষে রাতে তারা বাড়ী ফিরতে পেরেছে ।