তথ্য আপারা পাল্টে দিচ্ছে হরিনাকুণ্ডুর যুব মহিলাদের জীবন ব্যবস্থা
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর যুব ও মহিলাদের জীবন কর্মমূখী করে গড়ে তলছে তথ্য কেন্দ্রের তথ্য আপারা, ধিরে ধিরে পাল্টে যাচ্ছে তাদের জীবণ ব্যবস্থা ।
https://www.youtube.com/watch?v=CbISg9QgyJU&t=2s
এলক্ষে বুধবার সকালে জোড়াদহ ইউনিয়নের জোড়াদাহ গ্রামে হরিণাকুণ্ডু তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে উঠান বৈঠকে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আাসাদুজ্জামান , কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধূরী , তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার এছাড়াও উপস্থিত ছিলেন এসআই বিস্বজিৎ তথ্যসেবা সহকারী আনজুমানারা বেগম , জিনিয়া জেমিন , আসিফ সহ সহায়ক সম্রাট প্রমূখ । উঠান বৈঠকে গৃহীনি ও কর্মজিবী উদ্যোক্তা মহিলাদের কৃষিতে অবদান বিষয়ের উপর আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয় । তথ্য আপারা ইতিপূর্বে বিভিন্ন উঠান বৈঠকের মত নারী নির্যাতন রোধে , যৌতুকে হাত থেকে বাচতে , বাল্যবিবাহ পরিহার , ভূমী আইন , ডেঙ্গূ , মেলেরিয়া , জেন্ডার সমতা সচেতনতা বিষয়ে আলোচনা প্রশিক্ষণ অব্যহত রেখেছে ।