শৈলকুপায় ধান কর্তনে অংশ নিলেন কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা

ঝিনাইদহের চোখঃ
‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় কৃষকের ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলার গাবলা গ্রামের মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। উৎসবে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন।
উৎসব অনুষ্ঠানে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাসের সভাপতিত্ব করেন। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, ঝিনআইদহ কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের অধ্যক্ষ রিফাতুল হোসাইন, শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুন্ডুসহ কৃষক-কৃষানী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উৎসবে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন । পরে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষকদের ধান উৎপাদনে কৃষি প্রযুক্তি ব্যবহার সম্পর্কে ধারনা দেওয়া হয়।