হরিণাকুণ্ডুতে বাল্য বিবাহের দায়ে অর্থ জরিমানা || মুচলেকা আদায়
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহের দায়ে মেয়ের বাবাকে ১৫ হাজার ও ছেলের দুলাভাইকে ১০ হাজার টাকা নগদ জরিমানা আদায় সহ মেয়ের বাবার কাছ থেকে ১৮ বৎসর না হওয়া পর্যন্ত মেয়েকে শশুর বাড়ী না পাঠানোর শর্তে মুচলেকা আদায় করলেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম , চরপাড়া পুলিশ ফাড়ীর আইসি ।
জানাযায়, কিছুদিন পূর্বে উপজেলার নিচ তুলা গ্রামের আয়নদ্দীন মন্ডলের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী বন্যার সাথে চোয়াডাঙ্গা জেলার সরজগন্জ গ্রামের হাবিবুর রহমানের গোপনে বিবাহ হয় । ২৮ নভেম্বর হাবিবুর দুলাভাই মতিয়ার রহমানকে সাথে নিয়ে শশুর বাড়ী নিচ তুলা গ্রামে আসলে খবর পেয়ে ঐ দিন রাত ৮ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও মুচলেকা আদায় করেন ।