কোটচাঁদপুরে রোপা আমন ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত
সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে চলতি আমন মৌসুমে প্রান্তিক কৃষকের থেকে রোপা আমন ধান সংগ্রহের উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উন্মুক্ত ও সচ্ছ লটারীর মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার ৯’শ ১৩ জন প্রান্তিক কৃষকের মধ্যে থেকে ৬’শ ৬৬ জন কৃষককে বাছাই করা হয়।
কৃষক বাছাইয়ে উন্মুক্ত লটারীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আজিজ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) নাইমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ,উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, মিজানুর রহমান খান, আব্দুল হান্নান, আব্দুল মতিন, সাংবাদিক এসএম রায়হান উদ্দীন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
চলতি মৌসুমে সরকারি ২৬ টাকা কেজি দরে কোটচাঁদপুর উপজেলা হতে ৬’শ ৬৬ মেট্রিক টন রোপা আমন ধান ক্রয় করা হবে। এর মধ্যে সাফদারপুর ইউনিয়নে ২’শ ৭১ জন কৃষকের মধ্য হতে ১’শ জন, দোড়া ইউনয়নে ৪’শ ৩১ জন কৃষকের মধ্য হতে ১’শ ৪০ জন, কুশনা ইউনিয়নে ৩’শ ১৫ জন কৃষকের মধ্য হতে ১’শ ৪০ জন, বলুহর ইউনিয়নে ২’শ ৭৯ জন কৃষকের মধ্য হতে ১’শ জন, এলাঙ্গী ইউনিয়নে ৪’শ ৮৩ জন কৃষকের মধ্য হতে ১’শ ৩৬ জন ও পৌরসভার ১’শ ৩৪ জন কৃষকের মধ্য হতে ৫০ জন কৃষককে লটারীর মাধ্যমে বাছাই করা হয়।