ঝিনাইদহে অসহায় পিতার ৫২ বিঘা সম্পত্তি থাকার পরও ভিটে ছাড়া
গিয়াস উদ্দীস সেতু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের ৩নং সাগান্না ইউনিয়নের গিলেপোল গ্রামের এক অসহায় পিতা তার ৫ সন্তানের মধ্যে দুই সন্তান ও দুই পুত্রবধুর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
হাজী মোঃ মহাশীন আলী মন্ডল(৭৫) তিনি অভিযোগ করে বলেন, গ্রামের মন্ডল মাতব্বরা তার ৫২ বিঘা জমি ছেলেরে মধ্যে বন্টন করে দেন। ছেলেরা সবাই তার পড়ন্ত বেলা খোজ খবর নিবেন,এবং খরচ পাতি দিবেন। এখন বেশির ভাগ ছেলেরা বৃদ্ধ বয়সে দেখা শোনা তো করেন না বরঞ্চন তাকে মার ধোর করেন এবং তিনি যে ঘরে থাকতেন সেই ঘর ও ভেঙ্গে দিয়েছেন। এখন হাজী মহাশীন বড় অসহায় । তাই সমাজের কাছে বিচার চাইলে, সমাজের মানুষ বলে তোমাদের বিচার করতে পারবো না।
তাই তিনি বৃদ্ধ বয়েসে সমাজ ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করছে। যাতে তিনি, যত দিন জীবিত থাকেন ততদিন যেন ছেলেরা তার উপর নির্যাতন না করেন। কথা গুলো বলার সময় হাউ মাউ করে কান্না কাটি করছিলেন।