হরিণাকুণ্ডুতে শ্রেষ্ঠ জয়িতাদের সন্মাননা প্রদান
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০১৯ উদযাপনে মানববন্ধন ও আলোচনা শেষে বিভিন্ন গুনাবলী সম্পন্ন ৪ জন জয়িতাকে সন্মননা স্বরুপ সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয় ।
সোমবার সকালে “নরী পূরুষ সমতা রুখতে পারে সহিংসতা” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে সন্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের জনবান্ধন সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিস্বাস , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিলু , মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন , থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান , স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ । এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শরিফুল ইসলাম , আলহাজ্জ মোঃ মুক্তার আলী , কৃষি কর্মকর্তা মোঃ আরশেদ আলী চৌধুরী , যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন , পল্লীবিদ্যুৎ এজিএম শেখ আব্দুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক , মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম , ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান , আলহাজ্জ মোঃ মন্জুরুল আলম , মোঃ গোলাম মোস্তফা , মোঃ নাজমুল হুদা পলাশ , মোহাম্মদ আলী , হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু , সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু সহ বিভিন্ন দপ্তর প্রধান প্রমূখ।
আলোচনা শেষে আর্থনৈতিক ভাবে , শিক্ষা ও চাকুরী ক্ষেত্র , সফল জননী ও জাতির উন্নয়নে সমাজে অবদান রাখার জন্য ৪ জন জয়িতার হতে সন্মাননা স্বরুপ সনদ পত্র ও ক্রেষ্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ।