যথাযথ মর্যাদায় শৈলকুপায় হানাদার মুক্ত দিবস পালিত
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
১৯৭১ সালের এই দিনে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা। আকাশে ওড়ে লাল-সবুজের স্বাধীন পতাকা।
প্রতিবছরের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে রবিবার সকালে কবিরপুর মুক্তিযোদ্ধা অফিস চত্বরে এ অনুষ্ঠান হয়।
সাবেক জেলা ইউনিট ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুত্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা ইউনিটের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান, এ্যাড. ঈসমাইল হোসেন পিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, সাবেক মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা নাসরিন লিপি, সাবেক জেলা ইউনিট ডেপুটি কমান্ডার গোলাম রইচ প্রমুখ।
বক্তারা, শহীদদের স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার আহŸান জানান। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।