হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জন ডাক্তারের যোগদান
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার শুন্যতা অবশেষে ১২জন ডাক্তারের যোগদানের মধ্যদিয়ে পূর্ণ হলো ।
এ যোগদানে হরিণাকুন্ডুবাসীর প্রাণের দাবী পূর্ণ হওয়া সহ ব্যপক উপকৃত হবে সাধারণ মানুষ পাশাপাশী রোগীর চাপ অনেকটা কমে আসবে যষ্ঠের লাঠি ৪ ডাক্তারের উপর থেকে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে ডাক্তাররা যোগদান করলেন ।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান গত ৮ ডিসেম্বর ঢাকা বসুন্ধরা কনভেনশন সেন্টারে আনুষ্ঠনিক যোগদানের পর ১১ডিসেম্বর হরিণাকুন্ডুস্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করলেন ডাক্তাররা ।
যোগদানকৃত ডাক্তাররা হলেন মেডিকেল অফিসার রওনক জাহান , কামনুন নাহার , মোঃ জিল্লুর রহমান , মোঃ আমিনুল ইসলাম , মোঃ আহসান কবির , মাহামুদ হাসান শাওন , মোঃ সাজেদুর রহমান , শারমিন আফরিন৷, মোছাঃ শামিমা সুলতানা৷, উমা ইসলাম , আশরাফ আলী( ডন্টাল) , তাহমিদা
তাসমিন স্মৃতি ।