মহেশপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার ও র্যালী অনুষ্ঠিত
মো: আজাদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে গতকাল বৃহস্পতিবার সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিক শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা আমজাদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লা হক, নেপা ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা,কাজির বেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা,বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহাম্মেদ মাষ্টার,যাদবপুর ইউপি চেয়ারম্যান এবিএম শাহীদুল ইসলাম,মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম প্রমুখ।