হরিণাকুন্ডুতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালন
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুÐ উপজেলা প্রশাসেেনর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ-২০১৯ পালনে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিল র্যালী , আলোচনা , চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগীতা ।
বৃহস্পতিবার সকালে উপজেলা সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে “সত্য মিথ্যা যাচাই আগে , ইন্টারনেটে সেয়ার পরে ” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , বিশেয অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু , মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোং আরশেদ আলী চৌধুরী , যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন , পল্লীবিদ্যুৎ এজিএম শেখ আব্দুর রহমান , নির্বাচন কর্মকর্তা মোঃ নূর উল্লাহ , মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম সহ মৎস্য, বিআরডিবি , সমাজসেবা , আমার বাড়ী আমার খামার কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান , গোলাম মোস্তফা , নাজৃুমুল হুদা পলাশ , মোহাম্মদ আলী , মন্জুরুল আলম সহ চেয়ারম্যান গন ও মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বৃন্দ ।
এসময় আমার চোখে ডিজিটাল বাংলাদেশ বিষয়ের উপর চিত্রাঙ্কণ ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ের উপর কুইজ প্রতিষোগীতায় বিজয়ীদের মাঝে পূরুষ্কার বিতরণ করা হয় । অনুষ্ঠানটি সার্বীক সঞ্চালনায় ছিলেন হরিণাকুÐ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ ওয়াশিকুর রহমান ।