হরিণাকুন্ডুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধুকে পিটিয়ে জখম

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেশমা খাতুন নামে এক গৃহবধুকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে । রেশমা খাতুন ওই গ্রামের দিনমজুর কওছার আলীর স্ত্রী। এ ঘটনায় একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে মধুকর জতিব আলী ও তার স্ত্রীকে আসামী করে নির্যাতিত গৃহবধু হরিণাকুন্ডু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রেশমা খাতুন জানান, মঙ্গলবার বিকালে বাড়ীর পাশে নিজ কুলগাছ থেকে লাখড়ী খড়ি পাড়তে গেলে কওছার ও স্ত্রী কহিনুর তাকে অকারনে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি , তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।