ঝিনাইদহের শিশু ফায়াজ কোরআনের হাফেজ

ঝিনাইদহের চোখঃ
বয়স মাত্র ১২ বছর ফায়াজ ফারদিন সানির। এ বয়সেই সে ৩০ পারা কোরআন মুখস্ত করেছে। কোরআনের এই হাফেজ ফায়াজ ফারদিন সানি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের বসির আহমেদ বাচ্চুর ছেলে।
সে কালীগঞ্জ আড়পাড়ার নতুন বাজার এলাকার সাওতুল হেরা তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। পাঁচ ভাইবোনের মধ্যে ফায়াজ চতুর্থ। ফায়াজের ছোট ভাই ফাহিমও একই মাদ্রাসায় পড়ছে। সে ১৩ পারা কোরআন মুখস্ত শেষ করে ১৪ পারা চলছে।
গত ২১ ডিসেম্বর মাগুরাতে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪২ জনের মধ্যে ফায়াজ তৃতীয় স্থান অধিকার করে। চার জেলা নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু ফায়াজ হাসিছ কোরানের বড় আলেম হতে চায়। শিশু ফায়াজের বাবা বসির আহমেদ জানান, আমার দুই ছেলেকে হাফেজি পড়াচ্ছি। বড় ছেলে ফায়াজ শেষ করেছে। ফাহিম এখনো পড়ছে।
সাওতুল হেরা তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আসাদুজ্জামান বলেন, ফায়াজ খুব ভদ্র ছেলে।